X

একদিন ঠিকই হব ভোরের মেঘ – তিন্নি

একদিন ঠিকই হব ভোরের মেঘ,
ডানা ঝাপটানো নীড় হারা পাখি হয়ে,
ভেসে যাব হয়তো ওই মেঘের কাছে।
মিশে যেতে চাইব ভোরের সোঁদা গন্ধে,
যে গন্ধ বাতাসে ভেজা মাটির আদর বুলিয়ে যায়,
মনকে রাঙ্গিয়ে দেয় মেটে রঙের সাজে।

একদিন ঠিকই হব ভোরের মেঘ,
আজানের ধ্বনিতে মিশে যেতে যেতে,
ঘুমভাঙ্গানী ঠান্ডা জলের ছোঁয়া,
ভোরের আলো ফুটতে দেখা অদ্ভুত লগনে,
যেখানে ভোরের আকাশ মিশে গেছে সকালের কাছে,
অপার ভালবাসায় জড়ানো মেঘাচ্ছন্ন প্রভাতে।

একদিন ঠিকই হব ভোরের মেঘ…

Sadia Akter :